কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৪৪

উইকিসংকলন থেকে

৪৪

নিঃসাড় আমোদে ভরে উঠছে দিনগুলি
ছায়ায় ছায়ায় ঢেকে যাচ্ছে সকালের আলো
বিকেল হতে না হতে তুলে নিচ্ছি হাতে বিষের পেয়ালা
রাত ক্রমশ গভীর হলে নৈঃশব্দ্য পাথর হয়ে যাবে
তারপর সেই পাথর গড়াতে শুরু করবে পথে ও বিপথে
মুছে যাবে রক্তদাগ, ক্ষত, তুমুল স্তব্ধতা
বিষে নীল, সম্মোহিত সব অভিজ্ঞান

সন্ধ্যা ৭-০৫॥ ১২.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন