কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৪৫
অবয়ব
(পৃ. ৬৭)
৪৫
কোথাও সংযোগ নেই, সব শূন্য সব কোলাহল
ফেটে পড়ছে হা হা হাসি
মাদকের উচ্ছল ফেনায় ফেনায় ডুবে গেছে
শেষ নির্জনতা, বুদ্বুদের
ডেনিমসুন্দর, রিকার্ডোরূপসী আর ফিলিপ্সের
লাস্যবিলাসিতা দ্যাখো দ্যাখো
ঝলসে উঠছে অন্ধের মিছিল উদ্ভাসিত
দৃশ্যের কুহকে যদিও সংযোগ নেই
সব শূন্য সব কোলাহল
সকাল ৬-৫০॥ ১৩.১২.১০॥ বিশ্ববিদ্যালয় আবাসন