কবিতা/কি গান গাহিব?

উইকিসংকলন থেকে

কি গান গাহিব?

বেঁধে সুর যার তানে   নামিলাম ভরা প্রাণে
সে বীণা গিয়াছে ভেঙ্গে ছিঁড়িয়া যে তার,
কি গান গাইব আমি কি গান এবার।
ভেঙ্গে গেল হাত দিতে   সোহাগ না শেষ হ’তে
সাধের বীণাটী হায় হায় রে আমার।
ভরা প্রাণে ভোরপুর   কোথা পাব সেই সুর
মিলনের মরি মরি আর আমি তার।
সেই গো গিয়াছে চলে আসিবে না আর।
মিলন হয়েছে শেষ,   সব কি হইবে শেষ?
হয় নি ক হবে না ক মিছা করি ভয়।
না হয় কানের কাছে   সে সুর থামিয়া গেছে
পরাণে যে লেগে আছে, যাবার ত নয়,
বিরহ মিলন লয়ে মধুর প্রণয়।

বিরহের দেবী যেই   মিলনের দেবী সেই,
এক বস্তু, ভেদ কোথা, ভেদ কেন তবে;
হাসিয়া সেবেছি যায়,   কাঁদিয়া পূজিব তায়,
হেসে কেঁদে একি তান প্রণয়েতে রবে।
বিরহে প্রণয় কোথা যায় কার কবে?