বিষয়বস্তুতে চলুন

কুমার সম্ভব

উইকিসংকলন থেকে
কুমার সম্ভব অন্য সংস্করণ দেখুন

কুমার সম্ভব।
অর্থাৎ

মহাকবি কালিদাসের সুপ্রসিদ্ধ মহাকাব্যের

প্রথম সাত সর্গের

বাঙ্গালা অনুবাদ।

বিশ্ব বিদ্যালয়ের ফার্‌স্‌ট্ আর্টস্ পরীক্ষার্থীদিগের

উপকারার্থে

প্রেসিডেন্সি কলেজের ভূতপূর্ব্ব-সংস্কৃত অধ্যাপক

শ্রীকৃষ্ণকমল ভট্টাচার্য্য বিদ্যাম্বুধি বি, এল কর্ত্তৃক

প্রণীত।

শ্রীহেমনাথ বসু কর্ত্তৃক প্রকাশিত।

সম ১২৮২ সাল।


The Kar Press, 107 Shambazar Street.

Printed by Jadu Nath Mundole.


Published by Hem Nath Bosú,


বিজ্ঞাপন।

 এই গ্রন্থের পরিচয়-পত্রিকাতে ইহার যে প্রকার অভিপ্রায় উল্লিখিত হইয়াছে, পাঠকবর্গ অনুগ্রহ পূর্ব্বক তদতিরিক্ত অন্য অভিপ্রায় কল্পনা করিবেন না। কোন সুরম্য হর্ম্মের উপকরণ স্বরূপ কাষ্ঠ, ইষ্টক প্রভৃতি অবলোকন করিলে সেই হর্ম্মের সৌন্দর্য্য বিষয়ে যে প্রকার পরিচয় পাওয়া যায়, উপস্থিত বাঙ্গালা অনুবাদ হইতে কুমার-সম্ভবের তদ্রূপ পরিচয় পাওয়া গেলেও যাইতে পারে। তবে কুমার-সম্ভবের অর্থবোধ ও তাৎপর্য্যগ্রহ বিষয়ে বালকদিগের কিঞ্চিৎ সৌকর্য্য যদি এই গ্রন্থ দ্বারা ঘটে, তাহ হইলেই ইহার উদ্দেশ্য সিদ্ধ হইবেক।

২রা আশ্বিন
সন ১২৮২ সাল

শ্রীকৃষ্ণকমল শর্ম্মা।