গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৯৪

উইকিসংকলন থেকে

৯৪

আজি কোন্ সুরে বাঁধিব  দিন-অবসান-বেলারে
দীর্ঘ ধূসর অবকাশে  সঙ্গীজনবিহীন শূন্য ভবনে।—

সে কি  মূক বিরহস্মৃতিগুঞ্জরণে  তন্দ্রাহারা ঝিল্লিরবে।
সে কি  বিচ্ছেদরজনীর  যাত্রী বিহঙ্গের পক্ষধ্বনিতে।
সে কি অবগুণ্ঠিত প্রেমের  কুণ্ঠিত বেদনায়  সম্‌বৃত দীর্ঘশ্বাসে।
সে কি উদ্ধত অভিমানে  উদ্যত উপেক্ষায়  গর্বিত মঞ্জীরঝঙ্কারে॥

চৈত্র ১৩০৬]