গীতবিতান/প্রেম ও প্রকৃতি/৯৫
অবয়ব
< গীতবিতান
(পৃ. ৯১০)
৯৫
প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই স্বপ্ন মনে হল তারে
দিই নি তাহারে আসন।
বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে।
সে তখন স্বপ্ন কায়াবিহীন
নিশীথতিমিরে বিলীন—
দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা।
২৮. ১২. ১৩৪৬