বিষয়বস্তুতে চলুন

গীতাঞ্জলি/১৪৩

উইকিসংকলন থেকে

১৪৩

আমার  নামটা দিয়ে ঢেকে রাখি যারে।
মরচে সে এই নামের কারাগারে।
সকল ভুলে যতই দিবারাতি
নামটারে ঐ আকাশ পানে গাথি,
ততই আমার নামের অন্ধকারে।
হারাই আমার সত্য আপনারে॥

জড় করে ধূলির পরে ধূলি
নামটারে মাের উচ্চ করে তুলি,
ছিদ্র পাছে হয়রে কোনােখানে
চিত্ত মম বিরাম নাহি মানে,
যতন করি যতই এ মিথ্যারে
ততই আমি হারাই আপনারে॥

২১ শ্রাবণ ১৩১৭