গীতাঞ্জলি/৯০

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন







৯০



 আমার এ প্রেম নয় ত ভীরু,
 নয় ত হীনবল,
 শুধু কি এ ব্যাকুল হয়ে
 ফেলবে অশ্রজল?
 মন্দমধুর সুখে শোভায়
 প্রেমকে কেন ঘুমে ডোবায়?
 তোমার সাথে জাগ‍্তে সে চায়
 আনন্দে পাগল।
নাচে যখন ভীষণ সাজে
তীব্র তালে আঘাত বাজে,
পালায় ত্রাসে পালায় লাজে
 সন্দেহ বিহ্বল ৷
সেই প্রচণ্ড মনোহরে
প্রেম যেন মোর বরণ করে,
ক্ষুদ্র আশার স্বৰ্গ তাহার
 দিক‍্ সে রসাতল।


৪ আষাঢ় ১৩১৭