গীতিগুঞ্জ/১২৫
অবয়ব
(পৃ. ১৪৮)
১২৫
বলো গো সজনী, কেমনে ভুলিব তোমায়?
যতন যাতনা বাড়ায়।
যদিও যাতনা সহি
নয়ন ফিরায়ে লহি,
প্রাণ তবু পড়ে থাকে পায়।
না জানি কি আছে মধু
তোমার পরানে বঁধু,
প্রাণ সদা তোমা-পানে ধায়।
খাম্বাজ
১২৫
বলো গো সজনী, কেমনে ভুলিব তোমায়?
যতন যাতনা বাড়ায়।
যদিও যাতনা সহি
নয়ন ফিরায়ে লহি,
প্রাণ তবু পড়ে থাকে পায়।
না জানি কি আছে মধু
তোমার পরানে বঁধু,
প্রাণ সদা তোমা-পানে ধায়।
খাম্বাজ