গীতিগুঞ্জ/১৬৩

উইকিসংকলন থেকে


১৬৩

সাওয়ন

শ্রাবণ-ঝুলাতে বাদল-রাতে
তোরা আয় গো, কে ঝুলিবি আয়।

প্রেমগীতছন্দে দুলিবি আনন্দে,
ভুলিবি ভয়-ভাবনায়।

গগনহিল্লোলে কালো মেঘ দোলে—
ঝুম ঝুম নূপুর পায়।

শ্যাম-পত্র-কোলে কুসুম দোলে,
রাধা-সনে যেন শ্যামরায়।

ওগো সুখী দুখী, দাঁড়া মুখোমুখি—
দুলিবি জীবনদোলায়।

পিলু