বিষয়বস্তুতে চলুন

গীতিগুঞ্জ/১৯

উইকিসংকলন থেকে

১৯

প্রভাতে যাঁরে নন্দে পাখি
কেমনে বলো তাঁরে ডাকি?
কোন্‌ ভরসায় তাঁহারে মাগি?

কুসুম লয়ে গন্ধ বরন
নিতি নিতি যাঁরে করিছে বরণ,
এ কণ্টক-বনে কি করি চয়ন,
কোন্‌ ফুলে বলো সে পদ ঢাকি?

নিশার আঁধারে ডাকিব তোমারে
যখন গাবে না পাখি;
কণ্টক দিব চরণে যবে
কুসুম মুদিবে আঁখি।

হেন পূজা যদি নাহি লাগে ভালো
কেন তুমি মোরে করিলে কাঙাল?
বলো হে হরি, আর কত কাল
সুদিনের লাগি রহিব জাগি?

মিশ্র দেশ