গীতিগুঞ্জ/২১
অবয়ব
(পৃ. ২৭)
২১
আমার চোখ বেঁধে ভবের খেলায়
বলছ হরি, 'আমায় ধর্।'
আঘাত দিয়ে কহ মোরে,
'এই তো আমার কর।'
হাত বাড়ায়ে ম'লেম ঘুরে,
কাছে থেকেও রইলে দূরে;
এত আমার আপন হয়েও
রইলে সদা আমার পর।
ফুরায়ে যে এল বেলা,
সাঙ্গ কবে করবে খেলা?
হরি, তুমি কর তোমার লীলা—
আমার প্রাণে লাগে ডর।
শকতি নাই তোমায় ধরি,
হার মেনেছি হে শ্রীহরি।
দিয়ে খুলি চোখের ঠুলি
দেখা দাও হে দুঃখহর।
কীর্তন ঝাঁপতাল