গীতিগুঞ্জ/২৫
অবয়ব
(পৃ. ৩১)
২৫
ওহে জগতকারণ, এ কি নিয়ম তব?
এ কি মহোৎসব, এ কি মিলন নব?
গ্রহ ডাকিয়া গ্রহে মিলন মাগে,
অণু অণুরে ডাকে চির-অনুরাগে;
হৃদয় হৃদয়ে ডাকে প্রেম-সোহাগে—
অখিল নিখিল-ভরা এ কি আহ্বান-রব?
সে নিয়মে জীবগণ সুখ-দুঃখ-অন্ধ;
প্রেম-পারিজাতে প্রভু, এ কি মকরন্দ?
দুইটি অন্তর তাই দূরান্তর হতে
করিছে শপথ আজ মিলি এক সাথে—
প্রেম হইবে রথী জীবনের রথে;
তুচ্ছ দৈন্য, অতি তুচ্ছ বিভব।
বেহাগ খাম্বাজ