চিত্রবিচিত্র/খেয়ালী

উইকিসংকলন থেকে
খেয়ালী

বালিশ নেই, সে ঘুমােতে যায়
মাথার নীচে ইঁট দিয়ে।
কাঁথা নেই, সে প’ড়ে থাকে
রােদের দিকে পিঠ দিয়ে।
শ্বশুর-বাড়ি নেমন্তন্ন,
তাড়াতাড়ি তারই জন্য
ছেঁড়া গামছা পরেছে সে
তিনটে-চারটে গিঁঠ দিয়ে।
ভাঙা ছাতার বাটখানাতে
ছড়ি ক’রে চায় বানাতে,
রােদে মাথা সুস্থ করে
ঠাণ্ডা জলের ছিট দিয়ে।
হাসির কথা নয় এ মােটে—
খ্যাক্শেয়ালিই হেসে ওঠে
যখন রাতে পথ করে সে
হতভাগার ভিট দিয়ে।