বিষয়বস্তুতে চলুন

জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কবীর, শেখ

উইকিসংকলন থেকে


কবীর, শেখ—তিনি দিল্লীর সম্রাট হুমায়ুনের সময়ের একজন বিখ্যাত ধার্ম্মিক লোক ছিলেন। আমীর হিন্দু বেগ ও তাঁহার পুত্র বাবা বেগ জলায়ির উভয়েই শেখ কবীরের শিষ্য ছিলেন। হুমায়ুন, বাবা বেগ জলয়িরকে জৌনপুরের প্রাদেশিক শাসনকর্ত্তার পদে নিযুক্ত করেন। তিনি জৌনপুরে আসিয়াই স্বীয় গুরু শেখ কবীরের জন্য শিক্ষামন্দির, ভজনালয় ও বাসস্থানের জন্ম একটা সুরম্য প্রাসাদ নির্ম্মাণ করিয়াছিলেন। এই সমস্ত অদ্যপি বর্ত্তমান থাকিয়া, অতীত কাহিনী স্মরণ করাইয়া দিতেছে।