বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/অলক্ষ্যে

উইকিসংকলন থেকে

অজ্ঞাত লেখক
সত্যেন্দ্রনাথ দত্ত অনূদিত
(পৃ. ১৫৯)
অলক্ষ্যে

অলক্ষ্যে অচেনা লোক আসে প্রতি ঘরে,
অচেনার মাঝখানে কত খেলা করে!
অলক্ষ্যে চলিয়া যায় শেষে একদিন,
শূন্য নীড় পড়ে থাকে দেহ প্রাণহীন।

‘নাল-আদিয়ার’-গ্রন্থ।