তীর্থরেণু/উচ্চ শিক্ষা
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
উচ্চ শিক্ষা
পুঁথিতে যা’ আছে লেখা সে তো শুধু
জ্ঞানের বর্ণমালা,
পুঁথির শিক্ষা শেষ ক’রে ধর
প্রকৃতির কথামালা;
পুষ্পের ভাষা শিখিয়া লও গো,
গগন-গ্রন্থ পড়,
বিশ্বমৈত্রী কর অনুভব
বাক্য করনা জড়।
জোয়াকিম্ মিলার।