তীর্থরেণু/ঋণী ঠাকুর

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

ঋণী ঠাকুর

নারায়ণ দেউলিয়া এইবার!
লক্ষ লোকেরক কাছে ঋণী প্রভুটি আমার!
প্রভাত হলে দেউল ঘিরে জগৎ ফুকারে,—
‘আমার নিধি দাও হে ঠাকুর ফিরিয়ে আমারে';
তখন মায়ায় হন্ অমনি পাষাণ অবতার।
মরমপাতে খত লিখেছ,—আছে নাম সহি,
চরণ বাঁধা রেখে গেছ,—মাথায় তাই বহি;
এখন ফাঁকি দিবে কি তাই কও না কথা আর?
তুকা বেনে মহাজন আজ ঠাকুর দেনাদার।

তুকারাম।