তীর্থরেণু/প্রার্থনা (মেক্সিকো)
অবয়ব
প্রার্থনা
(মেক্সিকো)
মনসা কাঁটার শুভ সুমনস্।
আমারে কর গো বুড়া,
কুহকের জাল ছিন্ন কর গো।
মায়াবীর মায়া গুঁড়া;
তেমন বয়স পাই যেন, যাহে
লাঠি হয় সম্বল,
আমার আরতি গ্রহণ কর গো
নিশীথের শতদল!
প্রার্থনা
(মেক্সিকো)
মনসা কাঁটার শুভ সুমনস্।
আমারে কর গো বুড়া,
কুহকের জাল ছিন্ন কর গো।
মায়াবীর মায়া গুঁড়া;
তেমন বয়স পাই যেন, যাহে
লাঠি হয় সম্বল,
আমার আরতি গ্রহণ কর গো
নিশীথের শতদল!