তীর্থরেণু/তবু
পরিভ্রমণে চলুন
অনুসন্ধানে চলুন
তবু
তবু মোরে হ’ল না প্রত্যয়!
হাজারের মাঝে, ওরে! বেছে যে নিয়েছে তোরে
আমার এ অবোধ হৃদয়।
ছিনু একা, ছিলাম স্বাধীন;
তোমারি লাগিয়া হায়, শিকল পরেছি পায়,
রহিব তোমারি চিরদিন।
ফর্দ্দূসী।