বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/নিস্ফলারম্ভ

উইকিসংকলন থেকে
নিস্ফলারম্ভ

(মিশর)

মৃণালের লাগি কাঁদিছে মরাল
কাতরে বিদায় কালে,
তুমি তত দিলে না ভালবাসা, শুধু
আমি জড়াইনু জালে;
হৃদি-তন্তুতে পড়েছে গ্রন্থি
কেমনে ছিঁড়িব, হায়,
কেমন করিয়া এড়াব না জানি,
ছাড়াতে জড়ায় পায়!

নিত্য যে আমি সন্ধ্যাবেলায়
নিয়ে যাই পাখী ধ’রে,
পরিজনে যদি সুধায় আজিকে,
কি কহিব উত্তরে?
তোমার প্রেমেরে বন্দী করিতে
আজি পেতেছিনু জাল,
নিলে বেলা ফুরাল আমার
বৃথা কেটে গেল কাল।