বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/তান্‌কা/৭

উইকিসংকলন থেকে

(৭)

প্রবল হাওয়ায়
মেঘ ভেঙে চুরে যায়;
জ্যোৎস্না চুঁয়ায়,
চাঁদ ফিরে হেসে চায়,
আঁধার লুকায় কায়।

শাক্যো-নো-তায়ু-আকিসুকে।