তীর্থরেণু/তান্কা/৮
অবয়ব
(৮)
যামিনী ফুরালে
প্রভাত আসিবে, জানি;
সূর্য্য জাগালে,
তবু বিরক্তি মানি;—
তোমারে বক্ষে টানি।
মিচি-নোবু ফুজিবারা।
(৮)
যামিনী ফুরালে
প্রভাত আসিবে, জানি;
সূর্য্য জাগালে,
তবু বিরক্তি মানি;—
তোমারে বক্ষে টানি।