তীর্থরেণু/প্রেম-তত্ত্ব
অবয়ব
প্রেম-তত্ত্ব
এই ভালবাসা, এই সেই প্রেম, স্বর্গের সুখ
মর্ত্তে পাওয়া,
ঘোমটা ঘুচাননা পলকে পলকে, আলোকে পুলকে
উধাও ধাওয়া!
প্রেমের পহেলা সংসার ভোলা, প্রেমের চরম
পক্ষ মেলা,
আঁখির আড়ালে ফেলিয়া জগৎ, আকাশে বাতাসে
মত্ত খেলা!
প্রেমিকের দলে ঢুকেছ যখন, দৃষ্টি বাহিরে
দেখিতে হবে,
হৃদয়-পুরীর অলিগলি যত একে একে সব
চিনিয়া ল’বে।
নিশ্বাস নিতে কোথায় শিখিলি, ওরে মন, তুই
নিস্ তা’ জেনে;
কেন যে হৃদয় স্পন্দিত হয়—তার সমাচার
কে দ্যায় এনে!
রুমি।