তীর্থরেণু/বিপদের দিনে
অবয়ব
বিপদের দিনে
বিপদের দিনে হ’স্ নে রে মন হ’স্ নেকো ম্রিয়মাণ,
হাসিমুখে থাক্ তোর সে ভাবনা ভাবিছেন ভগবান;
গোলাপে ছিঁড়িয়া কেহ কি পেরেছে হাসি তার কেড়ে নিতে?
ধূলায় প'ড়েও হাসি ফোটে তার পাপ্ড়িতে পাপ্ড়িতে!
রুমি।