বিষয়বস্তুতে চলুন

তীর্থরেণু/মৌন

উইকিসংকলন থেকে
মৌন

বচন হারায়ে বসে আছি আমি
বন্ধ ক’রেছি গান,
তুমি কথা কও, কথা কও, ওগো
প্রাণের প্রাণের প্রাণ!
অতুলন যার মধুর মুখের
মদিরায় মাতোয়ারা
গান গেয়ে ওঠে অনু পরমাণু
গুঞ্জরে গ্রহরা।

রুমি‌।