তীর্থ-সলিল/অনুতপ্ত

উইকিসংকলন থেকে

অনুতপ্ত।

প্রভু! কেবা আমি?—আমার ভাবনা তুমি ভাব অবিরত?
দুয়ারে এসেছ খুঁজিতে আমায়, কষ্ট হ’য়েছে কত;
শীতের বিষম রাত্রি কাটালে আমারি প্রতীক্ষায়,
দুরন্ত হিমে দুয়ার বাহিরে দাঁড়ায়ে একাকী, হায়!
প্রভুরে চিনিতে ভ্রম হ’ল মোর, ঘরে না লইনু বরি’,
ইহ পরকালে কি হ’বে আমার তাই সে ভাবিয়া মরি।
কণ্টক-ক্ষত চরণে তোমার শুকায় শোণিত-ধারা,
কিছুই হ’ল না এ অকৃতজ্ঞ অধম জনের দ্বারা।
দৈব বাণীতে ক’য়ে গেছে মোরে—“ওরে কান পেতে শোন্,
হৃদয়-দুয়ারে নিয়ত আঘাত করেন নিরঞ্জন!”
কতবার আমি শুনেছি সে বাণী,—শুনেছি আপন কানে,
মৃদুল মধুর বিষণ্ণ সুর আসিয়া লেগেছে প্রাণে;—
তবু উঠি নাই;—বলেছি ‘দুয়ার সকালে খুলিব কাল’,
হ’য়েছে সকাল, তবু বলি ‘কাল’,—একি হ’ল জঞ্জাল!

লোপ ডি ভেগা।