তীর্থ-সলিল/উদ্দীপনা

উইকিসংকলন থেকে

উদ্দীপনা।

ওহো! দেখ দাবানল জ্বলিল অন্তরে!
লম্ফে লম্ফে অট্টহাসে ছাইল কানন;
অশ্ব মোর তীরবেগে ছোটে বায়ু-ভরে।
এ বাহু কিনেছে নাম যুদ্ধে অগণন।

ওহে ভাই, দূর কর নিদ্রা, তন্দ্রা সব,
উদয় গিরির দিকে চল মোর সাথে,
আঁধারে মগন দেশ, নিস্পন্দ নীরব,
অরুণ কিরণ মোরা পা’ব পথে যেতে!
তপ্তলোহ বক্ষে মোর আবেগের ভরে
উঠিছে দুলিয়া,—তুমি এখনো ঘুমাও?
অপূর্ব্ব পুলকে মোর আঁখি আসে ভ’রে
ছুটেছি জ্যোতির দিকে উধাও, উধাও!
উঠ ভাই! জাগ ভাই! নহিলে এখনি
জাগা’বে বিবার্চ্চি বায়ু দংশিয়া সঘনে;—
পুড়িবে কপাল, শিরে পড়িবে অশনি,
বরণ করিতে হ’বে বিফল মরণে।

ম্যাক্সিম্ গোর্কি।