তীর্থ-সলিল/দিবা স্বপ্ন

উইকিসংকলন থেকে

দিবা স্বপ্ন।

তীর হ’তে দূরে সাগরে যে শিলা জাগে,
তা’রি ‘পরে বসি’ দিবসে স্বপন দেখি;
হু হু করে হাওয়া, সাগরের পাথী ডাকে,
ঘুরে ফিরে ঢেউ শিলায় শিলায় ঠেকি’।
ভালবেসেছিনু কত এ জীবনে, আহা,
সুন্দর শিশু কত গো বন্ধু কত;
কোথা তা’রা? হায়, হাওয়া শুধু করে ‘হা—হা’,
ফেণমুখী ঢেউ ধায় পাগলের মত।

হায়েন্।