তীর্থ-সলিল/নারী ও কংফুশিয়ো
অবয়ব
নারী ও কংফুশিয়ো।
শিষ্য সহ কংফুশিয়ো লঙ্ঘিছেন যবে
‘টই’ নামে পর্ব্বতের শ্রেণী—
শুনিলেন আচম্বিতে, হাহাকার রবে
কাঁদে এক নারী অভাগিনী।
আজ্ঞায় চলিল শিষ্য নারীর উদ্দেশে,
দেখা পেয়ে কহিল তাহারে,
“হেন শোক হয় শুধু মহা-সর্ব্বনাশে,—
হাঁগো মাতা, হারায়েছ কারে?”
নারী কহে “যা কহিলে সত্য সে সকলি,
বাঘের কবলে গেছে স্বামী,
শ্বশুর গেছেন, গেছে নয়ন পুতলি
পুত্ত্র মোর; আছি শুধু আমি।”
“তবু, তুমি দেশ ছেড়ে যাও নাই চলে?”
জিজ্ঞাসিলা কংফুশিয়ো মুনি;
“সে কেবল সু-রাজার রাজ্যে আছি ব’লে।”
উত্তরিল নারী। তাহা শুনি’
শিষ্যদলে ডাকি’ মুনি কহিলেন শেষ,—
“বাঘ হ’তে ভয়ঙ্কর কু-রাজার দেশ!”