তীর্থ-সলিল/প্রবাসে
অবয়ব
প্রবাসে।
হলুদ্ বরণ পাখী, ওরে হলুদ্ বরণ পাখী মোর,
শস্য খুঁটে নিস্নে আমার শস্য লুটে নিস্নে চোর!
বিদেশে বিদেশীর মাঝে পাইনে সাদর সম্ভাষণ,
চল্রে উড়ে পালাই দেশে যেথায় আছে আপন জন।
হলুদ্ বরণ পাখী, ওরে হলুদ্ বরণ পাখী মোর,
ভুট্টা খুঁটে নিস্নে মোদের নিস্নে ওরে ভুট্টা-খোর!
বিদেশে কেউ মন বোঝে না মিথ্যা মুখের পানে চাই,
চল্রে ভেসে আপন দেশে আপন জনের কাছে যাই।
সোনার বরণ পাখী, ওরে সোনার বরণ পাখী মোর,
মোদের রুটি নিস্নে লুটি’ পাখীরে পায় ধরি তোর;
বিদেশে বিদেশীর মাঝে থাক্তে মোরা পারিনা, ভাই,
চল্রে মোরা সবাই মিলে দেশের কোলে ফিরে যাই।
চীন দেশের ‘সী কিং’ গ্রন্থ।