তীর্থ-সলিল/প্রস্থিতা

উইকিসংকলন থেকে

প্রস্থিতা।

নয়ন রে তোর উদিত ভাগ্য এখনি অস্ত যায়,
মরম দেশের মহা উৎসব ফুরায়ে গেল সে হায়!
ধৈর্য্য-দুয়ারে কবাট পড়িল, পড়িল সে চিরতরে,
পড়ে যবনিকা, লুকাল বালিকা, চ’লে গেল লীলা ভরে।
কালিদাস।