তীর্থ-সলিল/প্রাচীন প্রেম

উইকিসংকলন থেকে

প্রাচীন প্রেম।

যখন তুমি প্রাচীন হ’বে সন্ধ্যাকালে তবে,
উনন্‌ পাড়ে বসে বসে কাট্‌বে সূতা যবে,
আমার রচা গানগুলি হায় গুন্‌গুনিয়ে গা’বে,
বল্‌বে তুমি ‘জানিস্ কিলো!
আহা যখন বয়েস্ ছিল
লিখ্‌ত গানে আমার কথা কবি সে তার ভাবে!’
শোনে যদি দাসীরা সব আমার রচা গান,—
কাজ সেরে শেষ ঘুমায় যখন,—গানে তোমার নাম
শুনে যদি ওঠেই জেগে,
বল্‌বে তা’রা ক্ষণেক থেকে,
‘ধন্য তুমি উদ্দেশে যার কবি রচে গান!’
মাটির তলে মাটি হয়ে ঘুমিয়ে আনি র’ব,
গাছের ছয়ে নিশির কায়ে, ছায়া যখন হ’ব,
তোমার গর্ব্ব, আমার প্রীতি,
মনে তোমার পড়্‌বে নিতি,
দিয়ো তখন—দিয়ো মোরে—দক্ষ প্রণয় তব;—
তুমি যখন প্রাচীন হবে, আমি—ধূলি হ’ব।
রঁস্যার্দ্দ্।