বিষয়বস্তুতে চলুন

তীর্থ-সলিল/বন্ধু গর্ব্ব

উইকিসংকলন থেকে

বন্ধু-গর্ব্ব।

তাদের গর্ব্ব ক’রে থাকি আমি,—সে কথাটি জানি আমি,
যাহারা নিয়ত আমারে ঘিরিয়া রয়েছে দিবস-যামী;
আমার গর্ব্ব, আমার সর্ব্ব, আমার বন্ধু তা’রা;—
এতগুলি মণি-রতনের মাঝে হ’য়ে আছি আমি হারা।
তা’রা ঢলঢল মুকুতার ফল,—তারা মুকুতার পাঁতি,
আমি একখানি রেশমের সূতা তা’দের রেখেছি গাঁথি’।

পশি’ পরশিয়া দেখিয়াছি আমি অন্তর সবাকার,
তাদের বক্ষ-নীড়ে গতিবিধি চিরদিন এজনার;
আমারে ঘিরিয়া আছে নিশিদিন, আমারে বেড়িয়া আছে,
মোরে নির্ভয়ে করি’ নির্ভর তা’রা হেসে খেলে বাঁচে;
তা’রা ঢলঢল লাবণ্য-জল-সিক্ত মুকুতা পাঁতি,
আমি একখানি রেশমের সূতা রেখেছি তা’দের গাঁথি’।

মস্কিন্ অল্ দরামি