তীর্থ-সলিল/ভালবাসার নামান্তর
অবয়ব
ভালবাসার নামান্তর।
পুলক-ভরা পাখীর গানে
আমরা কেন দিব গো কান?
সবার চেয়ে সুকণ্ঠ পিক
তোমার কণ্ঠে গাহিছে গান!
দেব্তারা আকাশের তারা
দেখান্ কিম্বা রাখুন্ ঢেকে,
সবার চেয়ে উজল তারা
ফুটেছে ওই তোমার চোখে!
বসন্ত আজ নূতন ক’রে
ফুটাক্ ফিরে ফুলের কলি,
ফুলের সেরা কুল যে ওগো
তোমার হিয়া, আমরা বলি!
গগন-শোভা দিনের রাজা,—
আবেগ-মাখা পাখীর ভাষা,—
বিকশিত হৃদয়-কুসুম,—
(তাদের) আরেক্টি নাম ভালবাসা।
ভিক্তর হুগো।