তীর্থ-সলিল/মিলন-সঙ্কেত
মিলন-সঙ্কেত।
তোমারি স্বপন-সুখে জাগিয়া উঠি,
কাঁচা মিঠে ঘুমটুকু পড়ে গো টুটি’;
মৃদু নিশ্বাসে যবে সমীর চলে,
রশ্মি-উজল তারা আঁধারে জ্বলে,
তোমারি স্বপন-সুখে জাগিয়া উঠি,
তোমারি জানালা-তলে এসেছি ছুটি’;
চরণ কে যেন মোর আনে গো টানি’,
কে জানে কেমনে?—আমি জানি নে রাণী!
নিথর নিবিড় কালো নদীর‘পরে
চলিতে চলিতে বায়ু মূরছি’ পড়ে,—
মিলায় চাঁপার বাস—নিবিয়া আসে,
ভাবের ভুবন যেন স্বপন-দেশে;
পাপিয়ার অনুযোগ ফুটিতে নারি’
মরমে মরিয়া হায় গেল গো তা’রি,
আমিও মরিয়া যাব অমনি ক’রে,
আদরিণি! ও তোমার হৃদয় প‘রে!
এ তৃণ-শয়ন হ’তে তোলো আমারে,
মরি গো, মূরছি, ডুবে যাই আঁধারে।
পাণ্ডু অধরে আর নয়ন-পাতে,
বৃষ্টি কর গো প্রেম চুমার সাথে!
কপোল হ’য়েছে হিম, হায় গো প্রিয়,
দ্রুত তালে দুরু দুরু কাঁপিছে হিয়া;
ধর গে। চাপিয়া বুকে, এস গো ছুটি’
তোমারি বুকের ‘পরে যাক্ সে টুটি’।
শেলি।