তীর্থ-সলিল/শিশু

উইকিসংকলন থেকে

শিশু

খোকা! দেখ ফুল!
খোকা দেখে এর চেয়ে ভাল ঢের,—
সুখের স্বপন হ’তেও মোহন,
দেখে ছবি জুল্‌জুল্‌!
খোকা, শোনো গান!
খোকা জানে এর চেয়ে ভালো ঢের,
যতই শোনাক্‌ ও গানের চেয়ে
মধুর পাখীর তান।
খোকা, দেখ চাঁদ!
চাঁদেরে আকাশে দেখে খোকা হাসে,
আলোয় সে দেয় ভালবাসা কত,—
নিশির মিটায় সাধ।
খোকা, দেখ ঢেউ!

আহা কচিমুখ হ’ল উৎসুক;
দুধের ছেলের গম্ভীর ছবি
দেখিবি কি তোরা কেউ?
খোকা, দেখ তারা!
খোকা তোলে হাত; হায় উন্মাদ,
যা’ কিছু শোভন তাহাতেই দাবী?
এ কি গো তোমার ধারা?
খোকা, ঘড়ি বাজে;
খোকা ঢুলে ঢুলে পড়ে বাহুমূলে,
জড় হ’য়ে এল পাপুড়ি ফুলের
পত্রপুটের মাঝে!
কিরণ-কুসুম! খোকা!
শুধু সুস্বপন দেখ তুমি ধন!
যে অবধি রাত না হয় প্রভাত
না ফুটে অরুণ-লেখা।

সুইন্‌বার্গ।