তীর্থ-সলিল/সাকীর প্রতি (৩)

উইকিসংকলন থেকে

সাকীর প্রতি।

সাকী! যদি জানো আস্বাদ মদিরার,
সুরা বিনা তবে আনিয়ো না কিছু আর;
ভজনা-গৃহের বেচিয়া মাদুর, দরী,
প্রেম-সুরা কিনে আনো তুমি সুন্দরী।

মাতাল! এখনো সংজ্ঞা যদি হে থাকে,
ওই শোনো, তোমা’ গোলাপর বনে ডাকে;
বিষণ্ণ চিতে সান্ত্বনা কর দান,
অখ্যাতি হ’ক তাহাতে দিয়ো না কান।
প্রেমের জগতে মনের গোপন-ধারা,
বেণুর কাঁদনি বীণার তানের পারা।
আচার নিষ্ঠ দানশীল ধনী হ’তে,
প্রেমিক ফকির শ্রেষ্ঠ সে বহু মতে।
সুল্‌তান হেন পরী হের কে আসিছে,
সারা সহরের লোক তা’র পিছে পিছে।
মাত্র বারেক দেখেছে যে জন মুখ,
সেই পথ চেয়ে রয়েছে গো উৎসুক।
আর কতদিন বিরহ-বেদনা হাফেজ সহিবে, হায়,
বুক-ফাটা দুখ কবে হ’বে শেষ? সে কথা সুধা’ব কা’য়?

হাফেজ।