বিষয়বস্তুতে চলুন

নির্ঘণ্ট আলাপ:গীতাঞ্জলি - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিসংকলন থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mahir256 কর্তৃক ৪ বছর পূর্বে "সংশোধনের নিয়ম" অনুচ্ছেদে

সংশোধনের নিয়ম

[সম্পাদনা]

@Bodhisattwa, Tarunsamanta, Nahian~bnwiki, Nettime Sujata, Atudu, Shahriar Kabir Pavel: সুপ্রিয় অংশগ্রহণকারী, এই প্রুফরিডথনের জন্য যে তিনটি কাব্যগ্রন্থ বইয়ের তালিকায় আছে (গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য) যদি এগুলো নিয়ে কাজ করতে চান, এগুলো মেনে নিউন:

  • উপরে যেখানে পাতার সংখ্যা ও কাব্যগ্রন্থের নাম লেখা আছে, সে লেখাটা শীর্ষকে যাবে। (শীর্ষক খুলতে গেলে "মুদ্রণ সংশোধন সরঞ্জাম"-এর মধ্যে পঞ্চম আইকন ক্লিক করে দেখানো যাবে, প্রধান অংশের উপরে।)
    • যদি পাতার সংখ্যা বামদিকে থাকে, তাহলে এভাবে লিখুন: {{rh|১২৩|গীতাঞ্জলি|}} অথবা ডানদিকে থাকলে এভাবে লিখুন: {{rh||গীতাঞ্জলি|১২৪}}
  • কবিতার শিরোনাম (ক্রমিক সংখ্যা, প্রথম লাইন নয়) এভাবে লিখুন: {{c|{{larger|১}}}} (<noinclude> ট্যাগ অপ্রয়োজনীয়)
  • প্রত্যেকটা কবিতা এক ভাগ করে কেন্দ্রে স্থাপন করে হয়।
    • যদি কবিতা মাত্র এক পাতায় লেখা আছে, তাহলে শিরোনামের নীচে (অর্থাৎ মূল লেখার ঠিক উপরে) {{block center|<poem> যাবে ও মূল লেখার ঠিক নীচে </poem>}} যাবে। (যদি লেখার তারিখ/স্থান/ইত্যাদি শেষে লেখা আছে, তাহলে </poem>}}-দের মধ্যে এ তথ্য যাবে।)
    • যদি কবিতা একাধিক পাতায় লেখা আছে, তাহলে সেটা এভাবে বিন্যাস করবেন:
      • প্রথম পাতায়: শিরোনামের নীচে (অর্থাৎ মূল লেখার ঠিক উপরে) {{block center/s}}<poem> যাবে, পাতার শেষে </poem> যাবে, ও পাদটীকায় {{block center/e}} যাবে। (যেভাবে শীর্ষক খোলা যায় সেভাবে পাদটীকায় খোলা যাবে।)
      • মধ্যের পাতায়: শীর্ষকে পাতার সংখ্যার নীচে {{block center/s}} যাবে, প্রধান অংশের শুরুতে <poem> যাবে, প্রধান অংশের শেষে </poem> যাবে, ও পাদটীকায় {{block center/e}} যাবে।
      • শেষ পাতায়: শীর্ষকে পাতার সংখ্যার নীচে {{block center/s}} যাবে, প্রধান অংশের শুরুতে <poem> যাবে, ও মূল লেখার ঠিক নীচে </poem>{{block center/e}} যাবে। (যদি লেখার তারিখ/স্থান/ইত্যাদি শেষে লেখা আছে, তাহলে </poem>{{block center/e}}-দের মধ্যে এ তথ্য যাবে।)
  • যদি কবিতার পঙক্তির ছাড় লাগে (ও এসব কাব্যগ্রন্থে বেশীরভাগ লাগবে), তাহলে পঙক্তির শুরুতে যতটা : লাগে দিয়ে দিবেন। (এটার জন্য {{ফাঁক}} অপ্রয়োজনীয়)
  • পঙক্তির মধ্যে যদি ফাঁক থাকে, তাহলে সেখানে {{ফাঁক}} দিলে চলবে। এর দৈর্ঘ্য সমন্বিত করতে {{ফাঁক|3em}}-এর মতন লিখুন (যেখানে 3em-এর বদলে অন্য একটা দৈর্ঘ্য দিতে পারেন)।

গীতাঞ্জলির প্রথম দশটা কবিতার মধ্যে (১ থেকে ১১ নং পাতা) এসব ব্যবহারের উদাহরণ দেখতে পারেন। আর কোনো বিন্যাসকারী প্রশ্ন থাকলে আমাকে বা অন্যান্য প্রশাসককে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ, ও শুভ সংশোধন! মাহির২৫৬ (আলাপ) ০৪:৫৭, ১ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Bodhisattwa, Mahir256: ইছামতী এবং আনন্দমঠে আমার বৈধকরণ করা কিছু সম্পাদনার পাতা আবার কেন পূর্বাবস্থায় নেওয়া হল বুঝলাম না। একটু জানাবেন, কি ভুল হয়েছিল? Nettime Sujata (আলাপ) ১১:১৮, ১২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
বৈধকরণ হল দ্বিতীয় ও শেষ বারের মত মুদ্রণ সংশোধন। এর উদ্দেশ্য হল প্রথম বার মুদ্রণ সংশোধনের পরেও যদি কোন ভুল থাকে সেটিকে সংশোধন করে লেখাটিকে নির্ভুলও নিখুঁত করা। সাধারণত বৈধকরণ হয়ে গেলে পাতাটির দিকে আর নজর দেওয়া হয় না, তাই এই ধাপের গুরুত্ব অত্যন্ত বেশি। আপনার করা বৈধকরণ সম্পাদনাগুলিতে কোন রকম পরিবর্তন ছিল না, অর্থাৎ মুদ্রণ সংশোধন করার পর যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক করা হয়নি। সেইজন্য সম্পাদনাগুলিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:২৫, ১২ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Preetidipto.21, Rishikesh Roy, Kazimizanur: দয়া করে উপরের নিয়মগুলো একটু পড়ে নিন। মাহির২৫৬ (আলাপ) ০৪:০৩, ৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Dolon Prova, Salil Kumar Mukherjee: দয়া করে উপরের নিয়মগুলো একটু পড়ে নিন। মাহির২৫৬ (আলাপ) ১৯:২০, ১৮ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Pasaban: দয়া করে উপরের নিয়মগুলো একটু পড়ে নিন। মাহির২৫৬ (আলাপ) ১৯:১৫, ১৯ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন