নেতাজীর জীবনী ও বাণী/আত্মহুতি
অবয়ব
(পৃ. ১২২)
আত্মাহুতি
জীবন না দিলে জীবন পাওয়া যায় না। আদর্শের কাছে যে ব্যক্তি সম্পূর্ণভাবে নিজেকে বলিদান দিয়াছে শুধু সেই ব্যক্তি অমৃতের সন্ধান পাইতে পারে আমরা সকলেই অমৃতের পুত্র কিন্তু ক্ষুদ্র অহমিকার দ্বারা পরিবৃত বলিয়া অন্তর্নিহিত অমৃত সিন্ধুর সন্ধান পাই না। আমি আপনাদিগকে আহ্বান করিতেছি “আসুন মায়ের মন্দিরে গিয়া আমরা নকলে দীক্ষিত হই। আসুন আমরা সকলে এক বাক্যে প্রতিজ্ঞা করি যে দেশ-সেবা আমাদের জীবনের একমাত্র ব্রত। দেশমাতৃকার চরণে আমরা আমাদের সর্ব্বস্ব বলি দিব এবং মরণের ভিতর দিয়া অমৃত লাভ করিব।”