বিষয়বস্তুতে চলুন

পত্রাবলী (১৯১২-১৯৩২)/১৪১

উইকিসংকলন থেকে
১৪১
38/1, Elgin Road
Calcutta
২০।১০।২৭
বৃহস্পতিবার

পরম পূজনীয়া মা,

 শ্রীচরণেষু—

 পরশুদিন শিলং থেকে রওনা হবার সময়ে আপনার চিঠি পেলাম। কাল এখানে এসে পৌঁছেছি। মেজদাদা, বৌদিদি প্রভৃতি এখনও আসেন নাই—আগামী রবিবার অথবা সোমবার এখানে আসবেন। নেড়ুর জ্বর হওয়াতে তাঁরা আটকে পড়েছেন। অমি ও মীরা সঙ্গে এসেছে। মা, বাবা এখানে আছেন— বোধ হয় ১লা নভেম্বর নাগাদ কটক যাবেন।

 বিধানবাবু আগামী রবিবার বা সোমবার এখানে আসবেন। আপনি ওখানে আর কতদিন থাকবেন? এখানকার ও শিলং-এর খবর একরকম ভাল। যেদিন শিলং থেকে রওনা হই তার পুর্ব্বেই নেড়ুর জ্বর ছেড়ে গিছল। আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। ইতি—

আপনার সেবক 
সুভাষ