এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শঙ্খ; সন্তোজাত। কল্প। ኟግ সদ্যোজাত কষ্ঠা % কে তুই য়ে সুধারাশি পড়িলি ব্যাপায়ে প্রেয়সীর কোলে। সমুদ্র আকুল-হিয়া, কোটি বাহু আস্ফালিয়া, তোরে কি ডাকিতেছিল কল্লোলে কল্পোলে? তোরে কি ডাকিতেছিল অধীর ঝটিকা শ্বসি’ বার বার? করি। ধরা হুলু-স্থল, উপাড়িয়া তরু-মূল, ভাঙ্গিয় সমুদ্র-কুল—করি’ হাহাকার? তোরে কি খুজিতেছিল শত চক্ষু দিয়া বিহবল আকাশ? ফুল, ফল, লতা, তরু, নদ, নদী, গিরি, মরু— জড়ায়ে সমস্ত ধর। মিটে নি পিয়াস? ২ কোথা ছিলি এত দিন? ছিলি কি লুকায়ে শারদ জ্যোৎস্নায়? কোথা ছিলি এত দিন? ছিলি কি বসন্তে লীন? ছিলি কি বরষা-প্রাতে, নিদাঘ-সন্ধ্যায়? কোথা ছিলি এত দিন? ছিলি কি লুকায়ে প্রেয়সীর পাশে? প্রেম-আলিঙ্গন-স্পর্শে, ন জানি—কি মুখে হর্ষে, ব্যাপায়ে পড়িলি বুকে সরল বিশ্বাসে।