পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/২৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শঙ্খ; অপরান্ধুে ఆ এই যে আকুল শ্বাসে— জগৎ মুদিয়া আসে, অথচ জানি না নিজে কি হুঃখে বিহবল— কিছু নয়—কিছু নয় তবে এ সকল? এই যে নদীর কুলে পলে পলে ঘুরি ভুলে’, আগ্রহে তরুর তলে চাহি কার তরে— গাথিয়া ফুলের মাল৷ খেলে না কি কোন বালা, চাহে ন পথিক পানে সন্ধ্যায় কাতরে। ওই কুটীরের দ্বারে, এ ভাঙ্গ বেড়ার পারে কেহ কি বসিয়া নাই মোর অপেক্ষায়? চমকি উঠিলে বায়ু চমকিয়া চায়। আসে যায় কত লোক, কাহারে সজল চোখ পড়িবে না মোর চোখে, হ’বে না মিলন— এ জীবন-হেঁয়ালির চরণ-পূরণ। ঘনায়ে আসিছে সন্ধ্যা, স্তব্ধ বনভূমি; সোণালী মেঘের গায়ে, মুরভি-শীতল বায়ে, শিথিল তটিনী-ভঙ্গে লুকালে কি তুমি। পিক-কণ্ঠে, মৃগ-নেত্রে, কম্পিত শু্যামল ক্ষেত্রে, মুদ্রিত কমল-পত্রে রয়েছ কি ঘুমি’! আকুল হৃদয় কাদে, কোথা তুমি–তুমি। ♥ጭ ছাড়া-ছাড়া হ’য়ে কেন বেড়াইছ ভাসি’? ভাঙ্গিয় স্বপন-কার। সম্মুখে আসিয়া দাড়া— নয়ন পলক-হারা, মুখে ভর হাসি। নাহি কথা, নাহি ব্যথা— কি গভীর নীরবতা। হৃদয়ে হৃদয় পড়ে উচ্ছ্বাসি’—উচ্ছ্বাসি’।,