পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ואוזי: ffs শূন্তদৃষ্টে শূন্তপানে চাহি অস্তমন। আৰ্দ্র পক্ষ বাড়ি—পাখী হেথা হোথা উঠে ডাকি, পত্রে পত্রে ঝরি—ভূমে পড়ে জলকণা ৷ ধীরে ধীরে তারাগুলি মিলাইয়। যায়। দুরে প্রাচী মেঘপুটে উষা যেন ফুটে ফুটে, অর্থীর সমীর, নিশা পোহায় পোহtয়। নীরবে জননী আসি দাড়াল নিকটে, চাহিল কম্বার পানে— কি অব্যক্ত ব্যথা প্রাণে। অঙ্ক যেন পথহার হৃদয়-সঙ্কটে। চাহিতে পারে না আর বুকে টেনে লয়। যেন শত বাহু দিয়৷ রবে চির আলিঙ্গিয়া, নামাইতে ভূমে আর সাহস না হয়। আঁখিতে মিলিতে আঁখি নতমুখীবালা হেরিছে তোরণ-পাশে ছিন্ন ভাবু জলে ভাসে, লুটিছে কৰ্দমে ধ্বজ-পত্র পুষ্পমালা। বজ্রদগ্ধ ভগ্নভরু দাড়ায়ে প্রাঙ্গণে। পোড়া আলো, ভাঙা বাদ্য, পড়ি ভূপাকার খাদ্য— নিঃশব্দে কুকুর কাক নিযুক্ত ভোজনে।