বিষয়বস্তুতে চলুন

পাতা:অক্ষয়কুমার বড়াল গ্রন্থাবলী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিছু তুচ্ছ নাহি তার,

                   সে যে দেব-অবতার—
                   কল্পনায় কুতূহলী,
                   দর্শণে বিজ্ঞানে বলী,
              অদৃষ্টের নিয়ামক, সৃষ্টি-সংস্কারী,
                 বিস্ব-প্রভু, গদা-পদ্ম-ধারী।

                 এস তবে, এস ভবে,
                 সত্যই কৃতার্থ হবে;
                 এ বিকচ তনু-মন
                 বিধাতার ধ্যেয় ধন—
            দেবাসুর-রণক্ষেত্র, সর্ব্বতীর্থ-সার;
               উপযুক্ত আসন তোমার।
        
                বিনা মন্দাকিণী-তীর
                কোথা খেলা অমরীর?
                বিনা মাধবের বুক
                কোথা রাধিকার সুখ?
          কর্ম্ম বিনা কারণের কোথায় আশ্রয়?
                মর্ত্ত্য বিনা স্বর্গ-বিপর্যয়।
               
                অয়ষ্কান্ত মণি 'পর
                কেন্দ্রীভূত রবিকর;
                শঙ্করের জটপাকে,
        প্রকৃতির অবিকৃতি পুরুষ-হিয়ায়;
              কালিকা আগমনে বিহরায়।
              
                     ২
               এসেছ কমলা-বাণী,
               এস তুমি, প্রেম-রাণী!