এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
कमकांथनि: फूबिक We ‘অসমাপ্ত এ চুম্বন, অপূর্ণ পিপাসা। এই ত প্রেমের বন্ধ,— বাস্তবে স্বপনে দ্বন্দ্ব, কবিতার চিরানন্দ কল্পিত নিরাশা। খুলে দাও বাহু-পাক, অপূর্ণ—অপূর্ণ থাক; আজ যদি কেঁদে যাই,—কাল ফিরে আসা। থাকুক পিপাসা।’ এই ভাবেই অক্ষয়কুমার ভাবিয়াছেন, এই ভাবেই আমাদিগকেও ভাবিতে শিখাইয়াছেন। ইহাতে অতৃপ্তি নাই, পিপাসা আছে;–অনাসক্তি নাই, আগ্রহ আছে –নিরাশ নাই, আশা আছে। আশা আকাঙ্ক্ষ হইতে একটু পৃথক। কেহই কামনাহীন নহে; তথাপি আশায় কেবল বাসনা; আকাঙ্ক্ষায় লালসা। অক্ষয়-গীতিকবিতায় আশা আছে, আকাঙ্ক্ষা নাই;—বাসনা আছে, লালসা নাই। তাই তাহ সুসংযত, তাই তাহ অনাবিল। আমি কাব্য-সমালোচনায় অনধিকারী। অক্ষয়-গীতিকাব্য ভাল লাগে কেন, তাহারই একটু কৈফিয়ং দিলাম। ইহাই আমার ভূমিকা। ॐअचम्नकूबांब्र टेब८खब्र कमकांश्चजि-धं