পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পক্ষাঘাত এবং পুটমুদ্রণ। SSS সলিউশন জলের সহিত মিশ্রিত করিয়া উহার মধ্যে পিচকারি দিলে, বিলক্ষণ উপকণর দর্শে। প্রথমতঃ উহার রক্তবহা-নাড়ীগণকে শোণিত শূন্য করিয়া, পরে উহাতে পুনঃশোণিত প্লাবিত হইতে পরিবে ন৷ বলিয়া, ডেসমীর সাহেবের প্রস্তুত ফরসেপস নিয়োজিত করিতে হয়। তৎপরে একটা হাইপোডার্মিক সিরিঞ্জ অর্থাৎ ভদভিধেয় পিচকারির অগ্রভাগ উক্ত নিভস মধ্যে প্রবেশিত করিযl, ট্যানিক্ য়্যাসিডের উল্লিখিত পর্য্যাপ্ত-বীর্য্য সলিউশন দ্বারা উক্ত টিমু মধ্যে পিচকারি দিতে হয়। পিচকারি দেওয়ার কিছুক্ষণ পরে, ফরসেপ বহিষ্কৃত করিয' লওয়া উচিত; কিন্তু সচরাচর তথায় অন্ততঃ দুই চারি ঘন্ট। কাল বরফ সংলগ্ন রাখাই সৎ ব্যবস্থ॥ বরফ সংলগ্ন রাখিলে, প্রদ হক্রিয়ার অত্যন্ত প্রকো প রুদ্ধি হইতে পারে না; এবং এতন্নিমিত্ত পূর্ব্বেই বল। গিয়াছে যে, “ এই রোগে যশহীতে নিভসের আণবরক চর্ম্ম বিগলিত হইতে না পারে, তদ্বিধান করা সর্ব্বতোভাবে বিধেয় ”। ট্যানিনের পরিবর্ত্তে পারকোরাইড অব আইরণের পর্য্যাপ্ত-বীর্য্য সলিউশন ব্যবহার কর। যাইতে পারে; কিন্তু ডাক্তার ম্যাকনামার সাহেব বলেন যে, এতদুভয়ের মধ্যে ট্যানিনের উপর নির্ভর করাই উচিত; এবং উহ। ব্যবহার করিলে, পারক্লোরাইড অপেক্ষ উহার কার্য্যাদি সকলস্থলেই সমান উপকারজনক হইয়া থাকে। নিভস্ মধ্যমাকারের হইলে, এতদুভয়ের একতর উপায় অবলম্বন করিয়া প্রায়ই রোগোপশম করিতে হয়। কিন্তু উহা বৃহদাকারের হইলে, অtধারদেশে লিগের বন্ধন করতঃ উহাতে শোণিত আগমন করিতে তাtর না দিলে, উপশমিত হইয়া যায়। এইরূপ লিগেচর বন্ধনে উহাতে স্তুপাকারে রক্তবদ্ধ হুইয়া যায়, এবং এই বিষয় সার ডবলিউ ফাগুশন, সাহেব তৎক্লত “প্রয়োজনীয় অস্ত্র প্রক্রিয় পদ্ধতি ” * নামক গ্রন্থে বিশেষ উল্লেগ করিয়া গিয়াছেন; সুতরাং পাঠকগণ ইচ্ছ ক হইলে, সেই গ্রন্থ উদঘাটন করিয়৷ এই রোগের সবিশেষ বৃত্তান্ত অধ্যয়ন করিতে পারেন। . PARALYSIS AND SPASM OF THE EYELIDS. অর্থাৎ অক্ষিপুটে পক্ষাঘাত এবং উহাদের মুদ্রণ বা স্পন্দন। টোসিস (Ptosis) বা অক্ষিপুটের পতন বা প্রক্ষেপ — নিম্ন লিখিত কোন না কোন কারণেই তাপমর উর্দ্ধাক্ষিপুট উন্মীলন করিতে

  • “System of Practical Surgery” by Sir W. Fergusson.