পাতা:অক্ষিতত্ত্ব.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইপিফোর অর্থাৎ, সজলনেত্র।: . وند ইপিফোরা (Epiphora) অর্থাৎ সজলনেত্র –চক্ষুতে সক্রয় অভাব হইলে যে২ অবস্থ। অভূদিত হয়, এবম্বিধ স্থলে তৎসমুদয়ের বিপরীত অবস্থা প্রকাশমান হয়। ইহাতে অশ্রু এত অপরিমিত রূপে নিঃস্থত হয় যে, তাহ পংটা দিয়া বছিৰ্গত হইতে অবস্নার না পাইয়া, অপাঙ্গদেশে সঞ্চিত হয়; এবং পরিশেষে গণ্ডদেশ দিয়া দরদর ধারায় প্রবাহিত হইতে থাকে। অশ্রুপথ সকল কোনরূপ দূষিত হয় না; কেবল অশ্রুগ্রন্থতে অপরিমিত জলের উৎপত্তি হইয় থাকে। © 4. কর্ণিয়ার উপরিভাগে কোন বাহ পদার্থ পতিত হইলে, চক্ষু তৎসময়ে ক্ষণকণলের নিমিত্ত সজল হইয়া থাকে। উদরে ক্রীমি অথবা দন্তোৎপত্তি জনিত শরীরের অন্যান্য স্থানের উত্তেজনায়ও চক্ষুর এবম্বিধ ক্ষণিক সজলত দৃষ্টগোচর হইয়া থাকে; সুতরাং সাধারণতঃ এই সকল উ-ত্তজক কারণেই মনে যোগ দেওয়া অত্যাবশ্যক; কণরণ এই সকল কারণ / তিরোহিত হইলে আশ্র গ্রন্থি পুনর্ব্বার স্বাভাবিক অবস্থার ন্যায় কার্য্য করিতে থাকে। কিন্তু কপোলদেশে ব্রিস্টার সংলগ্ন করিলে, এবং অন্যান্য স্থানিক ঔষধ ব্যবহার করিলে, কোন প্রকার উপকার দশে না। এই রোগ ক্ষণিক না হইয় অপেক্ষীকৃত দীর্ঘকাল স্থায়ী হইলে, অশ্রগ্রন্থিকে নিষ্কাশিত করাই ন্যtয় সঙ্গত। কারণ চক্ষুর সডলত অনুক্ষণিক কষ্টের বিষয়; এদিকে অশ্রুগ্রন্থিকে নিষ্কাশিত করিলে, অন্য কোন প্রকার কষ্টেৎপত্তি হয না, কেবল তন্ত্র নিমজ্জিত করিলে যেরূপ কষ্ট হইয়া থাকে তাঁহাই স্থয মাত্র | এই ক্ষত সপ্তাহ কিম্বা দশাহ মধ্যে আরোগ্য হইয়া যায় এবং শোক স্বচক কোন অবস্থা না ঘটিলে, রোগী এই গ্রন্থি বিনাশের বিষয় কিঞ্চিম্মাত্রও ভানুধাবন করিতে পারে না। যtছা হউক অশ্র সতত উৎ প্লাবিত হইয়। পতিত হওয়া অপেক্ষ, উল্লাহীর অভাব হওয়৷ অনেকাংশে উত্তম। এই রূপ হইলে চক্ষুও একেবারে নীরস হুইয়। ঘtয় না। কারণ যদিও অশ্রাগ্রন্থি নিষ্কাশিত হয় বটে, কিন্তু সবু-কনজংটাইভ্যাল, গ্রন্থি হইতে রস নিঃস্থত হইয়৷ শ্নৈর্ম্মিক শিল্পীকে আদ্র রাখে, সুতরাং অশ্রুগ্রন্থি হইতে অশ্র আগমনের আর প্রয়োজন হয় না। ল্যাক্রিম্যালসিষ্ট (Dacryop৪ ড্যাক্রিয়পস) –এই সকল সিষ্ট ক্ষুদ্রং অর্ব্ব দের ন্যায় অক্ষিপুটের উদ্ধ ও বহিঃস্থ অংশে অবিভুত হইয়া পশ্চাদিকে অক্ষিকোটরের সীমার নিম্নে অশ্রাগ্রন্থির অভিমুখে বিস্তৃত হয়। “ যদি অক্ষিপুটকে জদেশোপরি আকৰ্ষিত করা হয়, এবং নিম্ন ও অভ্যন্তর দিকে যুগপৎ প্রতিচাপ দেওয়া যায়, তবে এক প্রকার বিতানিত স্থিতিস্থাপক ও উর্মিবিলোড়িত স্ফীতি আক্ষিগোলক ও অক্ষি