পাতা:অক্ষিতত্ত্ব.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ზ)c. অক্ষিকোটরের রোগবিলি। ছিল। এই অপ্টিক্‌ ডিস্ক এবং রেটিন উভয়েই কলুষিত বোধ হইল। কিন্তু রেটিনার রক্তবহু-নাড়ী সকলের প্রাকৃতিক আকারের কোন পরিবর্তন ঘটে নাই। রোগী দিন দিন ক্ষীণ হইতে লাগিল ও শিরোযন্ত্রণ আসিয়া উহাকে ব্যতিব্যস্ত করিয়৷ তুলিল। এই সময়ে সে মধ্যে মধ্যে ভয়ানক বমন করিত। কিন্তু উহার বাকুশক্তি ও মনোবৃত্তি পূর্ব্ববৎ বিশুদ্ধ ছিল। চিকিৎসালয়ে প্রবিষ্ট হইবার কিছুদিন পরেই, সমান্য পৱিশ্বমান্তে, এমত্ত কি শয্যাতে উঠিলেও তাহার উভয়ক্ষিগোলক স্পন্দিত বা ধৰব করিত। এই স্পন্দন ও হৃদ্ধেগন উভয়েই যুগপৎ হইত। পর বৎসর ১৮ ই ফেব্রুয়ারি ঐ যুবকের মৃত্যু হইলে, উহার মৃতদেহ পরীক্ষা করিয়া দেখা গেল, যে, তাহার ললাটস্থির (ফুটাল বোন) সমস্ত তক্ষিকোটরাধীর (অধিট্যাল প্লেট ) এবং কীলকাস্থির ( ফিনএড় বোন ) অধিকাংশ দেহ কেরিজ বা অক্ষিকোটর-বাসন রোগে বিনষ্ট হইয়। গিয়াছে; সুতরাং ঘনীভূত ডিউরা-সেটারই_( Dura-mater) কেবল মস্তিষ্ক এবং অক্ষিকোটরীয় ফসার অন্তর্গত ঝিল্লী সকলের মধ্যবর্ত্তী ছিল। এই নিমিত্তই জীবিত বস্থায় অক্ষিগোলক স্পন্দিত হইত। দর্শন-স্নায়ু সকল কোমল ও বিনষ্ট হইয়া গিয়tfছল। কিন্তু অক্ষিকেটেরপ্রবিষ্ট রক্তবহণনাড়ী ও স্বায়ুসকল পীড়িত স্থানের সহিত এত ঘনসংবদ্ধ ছিল, যে, উহাদিগকে কর্ত্তন বা উহাদের প্রত্যেকের অবস্থা নিরূপণ করা অত্যন্ত অসম্ভব হইয়াছিল। মস্তিষ্কের য়্যান্টিরিযর লোব সকলের নিম্নাংশ অধিকতর কোমলীভূত হইয়াছিল; কিন্তু তাহ অন্য কোনবিধ গুৰুতর অস্বাস্থ্যের অtকণর ধারণ করে নাই। ফিশ্চ্যুল ( Fistake ) বা নালী —তক্ষিকেটরপ্রাচীরের কেরিজ রোগ যেরূপ উক্ত যুবকের পক্ষে প্রাণনাশক হইয়াছে, সে' ভণগ্যক্রমে উহ। তদ্রুপ প্রাণনাশক নহে। সচরাচর অস্থির অত্য-পাংশে পীড়া সঞ্চরণ করে, এবং তৎস্থান হইতে চর্ম্ম পর্য্যন্ত একটা নলী পথ হয়। এই নলী পথের মধ্য দিয়া একপ্রকার জলবৎ তরল পদার্থ সর্ব্বদ। নিঃস্থত হইতে থাকে, এবং প্রোবু দ্বারা দেখিলে, কোমল ও পৃথগভূত অস্থি অনায়াসেই অনুভুক্ত হইতে পারে। g সচরাচর নিক্রোসিস এবং কেরিজ রেগিজ নালী আরোগ্য করা অতিশয় কষ্টদায়ক। বাহ নালীপথদ্বার পেরিয়ষ্টিয়মে সংযুক্ত হয়; সুতরাং উছ আরোগ্য হইলে, একটা পকার্ড সিঙ্কটিক্স (Puckered cicatrix) ব। সীতায়িত ক্ষত-কলঙ্ক উৎপন্ন হইয়া অক্ষিপুটকে সর্ব্বদা উলটাইয় রাখে। ‘ ফরাশিস ডাক্তরদিগের লাইকুইয়ার fভলেট বা তদ্রুপ অন্যবিধ ঔষধ, প্রত্যেক তৃতীয় বা চতুর্থ দিবসে, উক্ত নালীপথে পিচকারী দ্বারা