পাতা:অজ্ঞান তিমির নাশক.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশের প্রাচানেতিহাস । 'పెt স্বরমিদাবাদে পুনরা নয়ন হুসেন কুলিধার দ্বার স্থত। এদিকে জাফর ক্লাইবের হস্ত গ্রহণ পূর্ব্বক সিংহাসনোপবিষ্ট, তাৰতের ধনাগারে প্রবেশ, সমভিৰ হার খ্রীযুত মুনসি নবকৃষ্ণ, ধন এক প্রকার অংশংশী, কর্ম্ম শেষ । জাফরের পর মির কাসিম নরার হইয়া সৈন্য উন্নত এবং রাজকোষ বৃদ্ধি করিয়া মুঙ্গেরে রাজধানী করে, ক্লাইব স্বদেশে গমন কোট আব ডাইরেকটশ এখােন কার সাহেব লোকের স্বাধীন বাণিজ্য কর প্রযকু নবারের সছিছ যুদ্ধ সম্ভাবনা শ্রবণে তক্রপ উপদ্রর রাতের অনুমতি সুমভিব্য স্থার উক্ত ক্লাইব লর্ড ক্লাইৰ হইয় পুনরায় বঙ্গভূমিতে উপস্থিত, ইতিমধ্যে যুদ্ধ হইয়া কাসিম পলায়ন করিয়াছিল, লার্ড ক্লাইব পশ্চিম দশ গিয়া, ১২ আগষ্ট ১৭৬৫ সালে, সাহ জালম হইতে বাঙ্গলা বেহার উড়িস্য দেওয়ানি ভার ইস্টইণ্ডিয়৷ কেম্পানির নাম প্রাপ্ত হন, তজ্জন্য ২০০০০০ লক্ষ টাক মাসিক প্রদান এই স্থির হইয়াছিল । দেওয়ানি ভার প্রাপ্ত হইয়া, রঞ্জকর্ম্মে অনভিজ্ঞ প্রযুক্ত, তাবৎ এতদেশীয়লোকের ছন্তে জপিত ছিল, দেশ মধ্যে অত্যন্ত গোলযোগ, কে প্রধান ইহার স্থির মাই সরাজকের নfiয়, ডকাইত চোর দিব। রাত্র গমনাগমন, রাজকোষ শূন্য, এইৰূপ নানা অমঙ্গল, ৭ বৎসর পর্যন্ত ব্যাপ্ত ছিল, পরে ইং ১৭৭২ সালে ছেটিং সাহেব মাদরাজ হইতে পুনরাগমন করিয়, গবরণর জেনেরেল পদে নিযুক্ত হইয়া, মহম্মদ রেজ ও সেতাবরায় প্রভূতি তাবতের হস্ত হইতে দেশ অধ্যক্ষত। গ্রহণ করিয়া, জজ কলেকটর স্থাপিত করিয়াছিলেন, ১৭৭৪ সালে